How to Install Java // কিভাবে জাভা ইন্সটল করতে হয়

জাভা ইন্সটল করার পূর্বে আগে দেখতে হবে আপনার কম্পিউটারে জাভা ইন্সটল দেওয়া আছে কি না। জাভা ইন্সটল করা আছে কি না তা চেক করতে প্রথমে আপনার কম্পিউটার এ সার্চ এ command Prompt লিখে বা আপনার Start এ রাইট বাটন ক্লিক করে Terminal / Command এ ক্লিক করুন। এখন আপনি এমন একটি টাস্কবার দেখতে পাবেন।



এখন C:\Users\19295> এর পরে javac লিখে এন্টার বাটন প্রেস করুন। যদি জাভা আপনার কম্পিউটারে ইন্সটল করা না থাকে তাহলে লেখা আসবে  'java' is not recognized as an internal or external command.


এখন জাভা ইন্সটল করতে আপনার পছন্দের ব্রাউজার টা চালু করুন এবং গুগলে গিয়ে Java JDK লিখে সার্চ করুন। 


এখন এই ধরনের একটি চিত্র দেখা যাবে। https://www.oracle.com/java থেকে  Windows/OIS/ linux আপরেটিং সিস্টেম সিলেক্ট করে, ভার্সন অনুযায়ী  আপনি আপনার পছন্দ মত জাভা ভার্সন টি ডাউনলোড করে নিতে পারেন।


এখন ডাউনলোড ফাইলটি অপেন করে রেগুলা পদ্ধতিতে শুধু ইন্সটল করুন।

এখন আপনার কম্পিউটারের  This PC এ গিয়ে  Local Driver / C Drive  এ গিয়ে Program Files a যেতে হবে। এর পর Java ফোল্ডার এ গিয়ে jdk- 19  বা jdk ভার্সন লেখা থাকবে এতে ক্লিক করতে হবে ও
এখন bin ফোল্ডারে ওপেন করতে হবে।

এখন এই ফোল্ডারের পাথ কপি করতে হবে। যেমন আমার পাথ : C:\Program Files\Java\jdk-19\bin


এখন কম্পিউটারের সার্চ অপশানে গিয়ে environment variables লিখে সার্চ দিয়ে তা ওপেন করতে হবে।



এখন Environment Variables  এ ক্লিক করুন।


এখন System Variables  এ  Path সিলেক্ট করে Edit... বাটনে ক্লিক করুন।


ওপেন হলে New এ কলিক করুন।



এখন Local Drive / C - Driver  থেকে যেটি কপি করেছিলেন C:\Program Files\Java\jdk-19\bin সেটি পেস্ট করুন ও Ok বাটনে ক্লিক করুন।



এখন New...  বাটনে ক্লিক করুন।


এখন Variable name এ JAVA_HOME লিখে Variable value তে জাভা ডে.ডি.কে এর পাথ দিতে হবে। পাথ নিতে আগের মতই  কম্পিউটারের  This PC এ গিয়ে  Local Driver / C Drive  এ গিয়ে Program Files a যেতে হবে। এর পর Java ফোল্ডার এ গিয়ে jdk- 19  বা jdk ভার্সন লেখা থাকবে এতে ক্লিক করতে হবে , এখন এই ফোল্ডারের পাথ কপি করতে হবে। যেমন আমার পাথ C:\Program Files\Java\jdk-19


পাথ দেওয়ার পরে Ok বাটনে ক্লিক করুন। এখন জাভা ভ্যারিএবল এ্যাড হয়ে গেছে। এখন অন্য যে সকল স্টার্ক বার গুলো আছে সেগুলোতে শুধু ওকে - ওকে ক্লিক করুন, তাহলে এগুলো অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। 
এখন জাভা ইন্সটল হয়েছে কি না তা যাচাই করতে পুনরাই আপনার কম্পিউটারে সার্চ অপশানে যান, কম্পিউটার এ সার্চ এ command Prompt লিখে বা আপনার Start এ রাইট বাটন ক্লিক করে Terminal / Command এ ক্লিক করুন। এখন আপনি এমন একটি টাস্কবার দেখতে পাবেন।



এখন পূর্বের মত C:\Users\19295> এর পরে javac লিখে এন্টার বাটন প্রেস করুন। অথবা আরো ভাল হয় যদি java -version  লিখে সার্চ দেন, তাহলে ভার্সন কত ইন্সটল করা হয়েছে তাও দেখতে পাবেন ।