Project and Product কি ?

 আইটি জগতে ২ ধরনের উপায়ে Software তৈরি হয় 1. Project Base 2. Product Base. তাই অনেক সময় এই ২ ধরণের উপর নির্ভর করেও আইটি প্রতিষ্টান পরিচালিত হয় , Project base company & Product Base Company. এই দুই প্রতিষ্টানই Software তৈরি করে তবে Software এর ধরন ভিন্ন।


Project - It's build for specific customer or organization. - একজন বা একটি নিদিষ্ট গ্রহক বা প্রতিষ্টানের জন্য তৈরি। যেমন:  কোন ব্যাংক এর জন্য তৈরিকৃত Software যা শুধু মাত্র কোন একটি ব্যাংক ব্যবহার করে। এ ক্ষেত্রে অন্য কোন গ্রাহক বা প্রতিষ্টান এই Software ব্যবহার করবে না। এই software প্রতিষ্টান গুলোকে Service Base Company ও বলা হয়।

উদা: টেইলরের কাছে গিয়ে জামা তৈরি করা।


Product - Some times a IT company build / develop a software based on market requirement. They will analyses the market and requirements and then develop a software that is a product. - কখনো কখনো আইটি প্রতিষ্টানগুলো বাজারের চাহিদা অনুযায়ী software তৈরি করে। এক্ষেত্রে তারা বাজার পর্যালোচনা করে ও বাজারের চাহিদা অনুযায়ী software তৈরি করে, এই ধরনের software কে Product বলা হয়। এই software যে কেউ ব্যবহার করতে পারে। যেমন: গুগল, আপেল, মাইক্রসফ্ট।

মনে করুন Microsoft Word, Excel, PowerPoint এ গুলো যে কেউ চাইলেই ক্রয় করে তা ব্যবহার করতে পারে। 

উদা: দোকান থেকে যে কোন ডিজাইনের জামা কেনা যেখানে কি না একাধিক মানুষ একই ডিজাইনের জামা কিনতে পারে।