Software তৈরির করা হয় একটু সুনিদিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে। এই সুনিদিষ্ট প্রক্রিয়ার নাম হল SDLC - Software Development Life Cycle
1. Planning - কি ধরনের Software হবে, কত সময় ধরে কাজ চলবে, কত টাকা বাজেট তা নিদিষ্ট থাকবে।
২. Analysis - কি কি থাকবে তার পরিকল্পনা থাকতে হবে, কি ভাবে কাজ করবে তার নিদিষ্ট বিবরণ থাকেব।
৩. Design - Software কি দেখতে কেমন হবে, কোন ফাংশান থেকে কি সেবা পাওয়া যাবে তার একটি চিত্র বা ডিজাইন থাকবে।
৪. Implementation - Software তৈরির কাজ শুরু করা হয় ও কোডিং বা অনান্য যে পূর্ন কার্যক্রম তা পরিচালিত হয়।
৫. Testing - Software প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কি না তা যাচাই করতেই টেস্টিং করা হয়। এতে কোন সমস্যা পাওয়া গেলে তা নিয়ে পুনরাই কাজ করা হয় ও কাজ শেষে আবারো টেস্টিং করা হবে। সঠিক ভাবে কাজ করলে তা পরবর্তী ধাপে যাবে নইতে পুনরাই সেই ত্রুটি নিয়ে কাজ করা হবে, এভাবে যত সময় না এটি সঠিকভাবে কাজ করে তা নিয়ে কাজ চলতে থাকবে।
৬. Maintenance - Software এর কাজ শেষে তা গ্রহকে ব্যবহারের জন্য দেওয়া হয় তবে ব্যবহারের সময় যদি কোন ছোট ত্রুটি পাওয়া যায় তা নিয়ে কাজ পুনরাই কাজ করা হয় ও ত্রুটির নিষ্পত্তি করা হয়, একে তত্বাবধান বা মেরামত ও বলা হয়।
এতটি টিম এই পুরো কাজটি করতে পারে কিংবা ভিন্ন ভিন্ন টিম একেকটি কাজ করতে পারে।