IT বা কম্পিউটার এর জগতে Eclipse হল জাভা Programing Language এবং অন্যান্য Programing Language ব্যবহার করে যেমন : C/C++, Python, PERL, Ruby এর অ্যাপ্লিকেশন বিকাশের জন্য একটি সমন্বিত উন্নয়ন পরিবেশ বা (IDE) Integrated Development Environment. এটি বিনামূল্যে ব্যবহারের জন্য পাওয়া যায়।
এটি মূলত একটি সফটওয়্যার প্লাটফর্ম যেটি অনেকগুলো অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, টুলস এবং সফটওয়্যার নির্মানের ও ব্যবস্থাপনার জন্য গঠিত। মূলত software developers ও administrators দের সমন্বিত উন্নয়ন পরিবেশ বা (IDE) Integrated Development Environment এর জন্য জাভা ভাষায় এটি লেখা হয়েছে।
সাধারণভাবে Java application এর ডেভেলপমেন্ট এর জন্য Java নির্মাতারা এটি ব্যবহার করেন । বর্তমানে Software Testing বা QA এর জন্যও এটি ব্যবহার করা হচ্ছে।Eclipse বিনামূল্যে বিভিন্ন plug-ins পাওয়া যায় যেগুলো ইনস্টল করে ব্যবহারকারীরা এর কর্মপরিধি বাড়াতে পারেন,বিভিন্ন Programing Language এর জন্য Eclipse প্রচুর প্লাগ-ইনস পাওয়া যায়।
Eclipse পাবলিক লাইসেন্সের অধীনে প্রকাশিত হয়েছে তাই অনান্য ফ্রি সফটওয়্যারের মত Eclipse সোর্সও উম্মুক্ত বা বিনামূল্যে ব্যবহার করা যায়।
Eclipse এর প্রতিষ্টাতা বা ডেভলপার হল : এক্লিপস ফাউন্ডেশন বা এক্লিপস ফাউন্ডেশন উম্মুক্ত সফটওয়্যার কমিউনিটি, প্রাথমিক প্রকাশ হয়: 29 নভেম্বর 2001 সালে। এটি Java এবং C language এ লেখা হয়েছে। এটি Linux, macOS, Windows Operating system এ ব্যবহার করা যায়।
এর ওয়েবসাইট হল: https://www.eclipse.org/